পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে রাখা হয়নি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দলে না রাখা প্রসঙ্গে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে, সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফলাফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে। সিলেকশন প্রক্রিয়ায় ওর অবস্থান ছিল ব্যাটসম্যান হিসেবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি।
প্রধান নির্বাচক আরও বলেছেন, ওপেনলি একজন লিজেন্ডারি ক্রিকেটারকে কেন দলে রাখা গেল না- এটা আলোচনা করা ভালো কথা না।গাজী আশরাফের কথার যে অর্থ দাঁড়ায়, সেটা হচ্ছে বোলিং নিয়ে সমস্যা না থাকলে সাকিবকে অলরাউন্ডার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হতো। কিন্তু সাকিব যখন বোলিংয়ে নিষিদ্ধ হননি, তখনও নির্বাচকেরা চাইলেই তাঁকে দলে রাখতে পারেননি। আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হওয়ায় অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাকিব, যদিও মিরপুরে খেলেই টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি।
২০২৩ সালের নভেম্বরে সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে। তিনি সেই ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেন । এরপর লম্বা সময় ধরে তিনি ওয়ানডে না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে ব্যাট হাতে ছিলেন সফল। ৬ ম্যাচে তিনি ৪৩.৬৬ গড় ও ৯৯.২৪ স্ট্রাইক রেটে করেন ২৬২ রান।ওয়ানডেতে দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। ২৭২ ম্যাচে ৩৭.২৯ গড় ও ৮২.৮৪ গড়ে ৭ হাজার ৫৭০ রান করেছেন।